সেদিন খেলাচ্ছলে স্পর্শ করেছিল কৈশোরের হাত
সুরভির জলের ভেজা সুরভিত স্তনাগ্র চূড়ায় ,
আজো এই জীবনের পড়ন্ত বেলায়
দেহে মনে লেগে আছে ঘ্রাণ ,
মনে হয়েছিল নেই কেন হাড় ?
ঈশ্বর কত তুলো দিয়ে গড়েছে এই তুলোর পাহাড় ?
আজো ফিরে চলে যাই কৈশোরের ভোরে
কত মায়ের স্তন-দুগ্ধ ধারা বয়ে চলে আমার শরীরে ।
সেই স্পর্শ এখনো শিরায় শিরায়
মমতার ঢেউ তুলে মিশে যায় নারীর শরীরে ,
পৃথিবীর সব তুলো  আছে স্তূপাকারে
মনে হয় অশ্রুসিক্ত স্তনের ভিতরে ।
ভেবেছি সেদিন দংশনের জ্বালা থেকে
নারীকে রক্ষা করে যাবো আমি
আজন্ম লালিত সেই প্রতিজ্ঞা আমার ,
আজ  সব সাধ ভেসে গেছে পথের পাথারে
তবু আমি মরে যাই  স্পর্শের ভিতরে ।

-------------------------------------------