যতদিন মানুষ মানুষকে খাবে
ততদিন আমি ঘুমবো না,
যতদিন পুরুষ নারীকে ভোগের বস্তু মনে করবে
ততদিন আমি হারবো না
এক একটি কবিতা লিখে যাবো ।
মানুষকে দেখাবো দেহাতীতের পথ ,
তাই আমি করেছি শপথ
কোনদিন দেহের গভীরে না ঢুকেই মরে যাবো ,
মানুষের কানে কানে তবু শেষ কথা বলবো
খুঁজে নিতে তমিস্রার বুকে
আলোকের পথ ,
তাই আমি করেছি শপথ
যতদিন মানুষ মানুষকে খাবে
ততদিন আমি ঘুমবো না ,
জেগে থাকবো অরণ্যের বুকে ।

--------------------------------------------------------