তোমরা কেউ আমাকে পঞ্চাশ পয়সা দিতে পারো ?
লাখ টাকা নয় ,শুধু পঞ্চাশটি পয়সা ?
আমি তাহলে বিশ্ব জয় করে
এক অনির্বচনীয় আনন্দের স্বাদ পেতে পারি ।
ঐ পঞ্চাশ পয়সা আমার মায়ের চোখের জল
ঐ পঞ্চাশ পয়সা আমার বুকের বল ,
ঐ পঞ্চাশ পয়সার অভাবে আমি কলেজ যেতে পারিনি
রাতের পর সকালের অবাক সূর্য ওঠা দেখিনি ।
আজ অনেক টাকার মাঝেও ঐ পয়সা
আমার চোখের জলে ভাসে ,
অনেক মূল্য নিয়ে ফিরে ফিরে আসে ।

তোমরা কেউ আমাকে পঞ্চাশ পয়সা দিতে পারো ?
আমি ঐ হাঘরে ক্ষুধার্ত বালককে একটা চকোলেট কিনে দেবো ,
মরে যাবার আগে ঐ পয়সা দিয়ে অন্তত: একবার মানুষ হয়ে যাবো ।

-----------------------------------------------------------