তোমার কাছে আমি বার বার যাবো
তোমার ঘৃণা সয়ে বেহায়ার মতো কাছে যাবো ,
যেতাম না ,কিন্তু যাবো কারণ তোমাকে আমি চাই না
তোমার ভালোবাসা , দেহ রূপ অর্থ কিছু চাই না
শুধু তোমার কাছে যাবো বিষ নিতে
আমি নীল হয়ে যাবো বিষের ছোঁয়ায় ।
তোমাকে যেচে দেবো ভালোবাসা
তুমি বিনিময়ে দেবে ঘৃণা ,
তোমাকে যেচে দেবো সাহচর্য
তুমি বিনিময়ে দেবে অহংকার ,
তোমাকে মানুষ হতে বলবো
তুমি আমাকে দেবে অমানবিক আচরণ ।
তুমি যেগুলো ঘৃণ্য সেই বিষ আমাকে দাও
আমি বিষ খেয়ে নীল হয়ে যাবো ,
নীলকণ্ঠ হবো ।
-----------------------------------------------