সেই রাত কত  গভীর ছিল জেনেছি নিঃশব্দে ,
মিশে গেছে সেই রাতে নিরূপা আমার
দিয়ে গেছে জীবনের স্বাদ উজ্জ্বল আলোক ,
আজো তাই ঝঞ্ঝার বুকে ভুলে থাকি শোক ।
কার সঙ্গে সে এখন কথা বলে ? কাকে ভালোবাসে ?
ঝড় দেখে ভুলে গিয়ে সে আমায়
কার সঙ্গে শুয়ে থাকে কোন বিছানায় ?
জানা আমার জরুরি নয়
তবু কেন তার মুখ ভাসে বার বার  ?
বুঝেছি ভালোবাসায় শুয়ে আছে জীবনের গভীর আঁধার ।

---------------------------------------------------------