উদাসীন না হয়ে তোকে গভীর ভালোবাসায়
তলপেটে লাথি মেরে নর্দমায় ফেলার আগে
বুঝতে পারিসনি আমার মন ,
ভেবেছিলি ভালোবাসা সহজলভ্য
যে কোন  সময়ে সেটা পেয়ে ভরিয়ে তুলবি জীবন ।
আজ যখন উদাসীন হয়ে একা আছি
জ্বালাময়ী তুই  টেনে ধরছিস আমাকে
কেন বলছিস মরে যেতে প্রেমের আভায় ?
আর তুই পাবি  কি আমায় ?
কেন পিছে টানছিস বার বার ?
দেখেছি আমি তোর রূপে ওত পেতে আছে
দুঃখ আর মৃত্যুর অন্ধকার ।

------------------------------------------------------