হে সমুদ্র  ,সব ডুবিয়ে দাও
আমার পা হাত মাথা সব ,
একের পর এক প্রতিটি অঙ্গ নিয়ে যাও
শুধু ভাসাবে না আমার হৃদয়
আমি মানুষকে সেটা দিতে চাই
আর অন্য কিছু নয় ।

হে সমুদ্র  ,সব ডুবিয়ে দাও
আমার কুঁড়েঘর  সম্পদ সব ,
একের পর এক সব সঞ্চয় ভাসাতে পারো  
শুধু ভাসাবে না আমার ভালোবাসা
আমি  মানুষকে সেটা দিতে চাই
আর মনে নেই কোন  আশা ।

----------------------------------------------