------------------------------------------------------------
এইখানে মানুষেরা উল্লাসে মানুষ হতে চেয়েছে কতবার
অগণিত মানুষের ভিড়ে , কেউ তাদের পায়নি পরিচয় ,
যারা বড় বড় কথা বলে তাদের চরিত্রই জাগায় সংশয়
আত্মসমাহিত যারা তারা দেখে এইখানে দুঃখের জোয়ার।
হুজুগে অনেকে ভেসে যায় ,কেউ থাকে পর্দার আড়ালে
জনসভা ডুবে কোলাহলে , সেখানে শুনি না আমি কখনো ক্রেংকার ,
যারা ছিল সুযোগসন্ধানী তারাও চলে গেলে শোনা যায় রাতের হুঙ্কার
পতিতার অশ্রুকণা দেখেও দেখেনি কেউ,এইখানে কখনো বিকেলে ।
বড় বড় কথা বলে কত নেতা ,তারপরে তারা চলে যায়
মানুষকে কাছে ডেকে ভোগবাদী কেঁদে মরে কামনার জ্বরে
প্রতারণা করে তারা চিরদিন , মানুষকে ব্যথা দেয় শুধুই অন্তরে ,
নিজেকে বিক্রি করে সেই সব অমানুষ অর্থ শুধু পায় ।
জনসভা ভেঙ্গে যায় চিরদিন গায়ে মেখে অশ্রু আর বেদনার ভার
এক একটি প্যাঁচার পদতলে লেগে থাকে চিরকাল নিবিড় আঁধার ।
-----------------------------------------------------------