---------------------------------------------------------
সবে তো সকাল ,সারাদিন ঘোরাফেরা শেষে
মিশে যেতে ইচ্ছে কেন অন্ধকারে
বার বার নগ্ন হয়ে ভব পারাবারে ?
এইখানে পড়ে আছে ভস্ম-রাশি
প্রতিদিন গায়ে মেখে ভুল হয়ে গেছে নীড়ে ফেরা
লালসার হুতাশনে কতবার পুড়েছে যাহারা
তাহারাও রুদ্ধ করে আছে কেন হৃদয়ের দ্বার ?

সবে তো সকাল ,সারাদিন ঘোরাফেরা শেষে
মিশে যেতে ইচ্ছে কেন পঙ্কিল সলিলে ?
নীড়ে ফিরে যেতে হবে ভুলে গিয়ে শুধু
নুড়ি পাথরের মতো ভোগের সম্ভারে
ডুবে আছো আপাদমস্তকে মেখে ধূলি ,
জানবে না ব্যথা নিয়ে জেগে আছে
জনারণ্যে মহীরুহগুলি ।

জনসভা ভেঙ্গে যাবে ধর্ষিতা নারীর পদতলে
গুটিকয় মানুষ শুধু সব ছেড়ে ভেসে যাবে সমুদ্র সলিলে ।

-------------------------------------------------------