-----------------------------------------------------------
হে চৈত্র তোমার শেষ রাত্রিটির বুকে স্তব্ধ ছিল বসন্তের স্মৃতি ,
বাসন্তী যামিনীও সধবার বেশে ছিল এলো-চুলে
কত রূপ ছিল অঙ্গে দহন-জ্বালা ছিলে তুমি ভুলে
সুন্দর রূপের মাঝে ঢাকা ছিল সুখ শান্তি ,ছিল না মরুময় ভীতি ।

বসন্তের রূপ নিয়ে চৈত্র চলে গেল অন্য দেশে পেয়ে কার ভয় ?
বসন্তের বুক চিরে ক্রোধান্ধ বৈশাখ তার মেলে দিল দুইটি নয়ন
সব রূপ মিশে গেল দাবদাহে , বৈশাখের রুদ্র রূপে এসেছে  মরণ
এরপর ঝড় এসে মুছে দেবে পৃথিবীর মলিনতা করে দেবে ক্ষয় ।

হে চৈত্র , তুমি আবার এসে নিজেকে মেলে ধরো সুন্দরের বুকে
অজস্র ভুলের মাঝেও বসন্তের ছোঁয়া পেয়ে মানুষ থাকবে শুধু সুখে ।

------------------------------------------------------------