-----------------------------------------------------------
কেন মিছে নিজেদের মানুষ বলি আজ ?
কেন আজো যুবতী চাঁদের আলো গায়ে এসে লাগে ?
আমরা যে মরে গেছি ধর্ষিতার অশ্রুর উত্তাপে
আমরা যে মরে গেছি মিথ্যার পথ ধরে রোজ ,
আমরা যে মুখ বুজে দেখি শুধু নির্যাতন
পতিতার দেহে দিন রাত অন্যায় আস্ফালন ।
কেন মিছে নিজেদের মানুষ বলি আজ ?
কেন আজো নিজেদের ভদ্র বলে মাথা তুলি স্কাইস্ক্রেপারের মতো ?
আমরা তো ভালো বুঝি স্বার্থের বুকে শুয়ে যেতে
দেখি না শুধু মানুষের কষ্ট আর রক্তের দাগ ,
শুধু মুছে যেতে দেখি সিঁথির সিঁদুর আর মায়ের সোহাগ ।
তাই মিছে নিজেদের মানুষ বলি আজ ,
আজো তো ঝড় দেখে মনুষ্য নামক প্রাণী হয়নি সরব
দেখে শুধু মুমূর্ষু ব্যাঙের মতো মানবিক-বোধের পরাভব ।
----------------------------------------------------------