--------------------------------------------------------
আকাশ সেদিন ছিল শিশুর মুখের মতন ,
বাতাসে তখন ছিল চঞ্চলা বালিকার রূপ
সব ব্যথা সেই রূপে বহুকাল হয়েছিল চুপ
মনে হয় কালস্রোত সেই রূপ করেছে হরণ ।

তখন ফুল ফল ঘাস পাখি অনেক কাছে ধরা দিয়েছিল ,
আমাদের মাটির ঘরে নেমে এসেছিল চাঁদের কিরণ
আইবুড়ো মেয়েগুলি কত সুখে মাটিতে ঘুমত তখন
আকাশ ছিল না কালো তার রূপে আলো ফুটেছিল ।

এখনো বাতাস আছে তবু যেন নেই সে বাতাস ,
আজ আর শুনিনি কখনো ঘুম থেকে জেগে অস্ফুট ক্রেংকার
সব রূপ অরূপে মিশেছে মৃত্যু বুঝি এসেছে এবার
তবু সব আছে শুধু নেই সেদিনের বাতাস আকাশ  ।

------------------------------------------------------ৄ