-------------------------------------------------
বসন্ত ,তুমি কাদের কাছে ধরা দাও ?
ঐ যে নগেন অনাহারে দুদিন শুয়ে আছে
ঐ যে শ্যামলী দুমুঠো ভাতের জন্য দেহ দেয়
ঐ যে বালবিধবার যৌবন প্রতিদিন অনাদরে শুকিয়ে যাচ্ছে
ঐ যে অনাথা বালিকা রোজ সকালে ভিক্ষাপাত্র হাতে নিয়ে
পথে বের হয় ,ওদের কাছে তুমি যেতে পারো না ?
ওদের জীবনে তুমি আস ঝড়ের সংকেতে ,
ওরা শুনতে পায় না কোকিলের কুহু স্বর
দেখে শুধু গ্রীষ্মের দাবদাহে মাটি ফেটে চৌচির হয়ে আছে ।
বসন্ত ,তুমি ওদের জীবনে পারবে পলাশের রঙ মাখাতে ?
পারবে কী আম মুকুলের গন্ধে ওদের জীবন আমোদিত করতে ?
তোমার ফাগুনের বিকেল পারবে কী ওদের জীবন মদির বিহ্বল করতে?
জানি আমি , তুমি পারবে না
তুমি ওদের কেউ নও ।
তুমি বেশ জেনেছো ক্ষুধার্ত নগেনের সামনে গেলে বলবে
" হারামজাদি ,এখানে এসেছিস কেন ? দু মুঠো ভাত দিবি ?"
---------------------------------------------