-------------------------------------------------------
অনেকেই গোঁফ রাখে যেন দুটো সাপ
অনেকেরই বাঁকা গোঁফ তরবারি খাপ ।
কেউ কেউ গোঁফ রাখে  টাঙ্গি যেন দুটি
কারো গোঁফ ঝুলে থেকে করে লুটোপুটি।
দু আঙ্গুল গোঁফ কারো কেটে ফেলে বাকি
দেখে বড় ভ্রম হয়  চ্যাপলিন নাকি ।
কারো গোঁফ মনে হয় প্রজাপতি পাখা
কারো গোঁফ এত সরু নামে গোঁফ রাখা ।
সুন্দর গোঁফ কারো তা মেরে দেখে  
কারো গোঁফ মুখে ঢুকে খাবারও চাখে ।
কেউ কেউ গোঁফ রাখে খুব মোটা মোটা
পরিষ্কার করে মুখ কেউ কাটে পুরোটা ।
খোকা শুধু ভাবে বসে গালে হাত দিয়ে
গোঁফ এঁকে দেখে খোকা মুখে  কালি মাখিয়ে ।

---------------------------------------------------------