------------------------------------------------------
মানুষ রয়েছে আঁধারে কিংবা কামাতুর মানুষের যত উল্লাস
সব আমি মন থেকে মুছে ফেলে পেয়েছি প্রতীতি ,
এইখানে কতকাল ঘাম ঝরে গেছে মানুষের
গড়ে দিতে প্রাসাদ দিবা রাতি ।
মানুষ সবই পারে ,গলায় পরিতে পারে ঘৃণার করোটি
তাহলে যুগের আঁধারে অবিশ্বাস কেন ?
কেন এই আজানুলম্বিত ভ্রূকুটি ?

জানি আমি ,বিকেল হলে রোদ পড়ে  যাবে
আঁধারের বুক চিরে মানুষ আলোক পাবে
কোন এক সংকট মুহূর্তে  ,
এ বিশ্বাস সাকার হবে তো নিশ্চয়  ;
মানুষকে চিরকাল দুঃখের মুহূর্তে শুধু পরীক্ষা দিতে হয় ।

--------------------------------------------------------