---------------------------------------------------------
হে ঈশ্বর , জীবনকে গড়ে দাও নদীবক্ষে শেওলার মতো ভাসমান
এখানে মানুষ সঞ্চয়ের ভারে শুধু বেপমান
অনাদি অনন্তকাল ধরে ;
দুঃখ কেন হৃৎপিণ্ডকে এত ছিদ্র করে ?
সকল বন্ধন ছিঁড়ে আমি ভেসে যেতে চাই
চাহিবার আর কিছু নাই ।
অমৃতের স্রোতোবেগে ভেসে যেতে চাই শুধু
সেইভাবে গড়ো এ জীবন ,
দুঃখের ঘ্রাণ পেয়ে যেন নাহি কাঁপে আমার মরণ ।

সংসারের বুকে ভাসমান শেওলার মতো ভেসে যাবো
সে আমার গভীর অভীপ্সা,
যুবতী চাঁদের বুকে যেন নাহি কাঁদে সংসারের ভোগের লালসা।

---------------------------------------------------------