-------------------------------------------------------
           তাঁতি ডাঙ্গার তাঁতির ছেলে নামটি আশিস ভুতি
               বীণাপাণির পায়নি কৃপা মন্দ অতি মতি ।
                প্রতিবারই পরীক্ষাতে করত আশিস ফেল
            লজ্জাহীনের কোন খেদ নেই ,বিঁধেনি বুকে শেল ।
            হাঁসপাতালে রোগীর সেবা করত আশিস আগে
             দীন দুখীর দুঃখ তাহার কোমল মনে জাগে ।
           বাড়ির কোন করত না কাজ , করত দুখীর সেবা
            শ্মশান যাত্রী আশিস হতো রাত্রি কিংবা দিবা ।

                 রক্ত দিতে মুমূর্ষুকে সদাই মনে সুখ
              নিজে গরীব তবুও মনে ছিল না কোন দুখ ।
             গুণগান করত ছেলের পাড়ার সকল লোকে
             কমলা সারদা বিরূপ হলেও থাকত হাসিমুখে ।
           ঘরেতে অভাব তবুও আশিস বেশ আনন্দে আছে
         শিক্ষা না পেলেও অনেক মানুষ এখনো মনের কাছে ।

-------------------------------------------------------