----------------------------------------
ঢেঁকিতে ধান ভানছে আজ বুড়ি
নাতনি বসে বয়স উনিশ কুড়ি ,
সে পারতো করতে কাজ
তবু বুড়ি খাটছে কেন আজ ?

আচ্ছা না হয় সে সব কথা ছাড়ো
অনেক কথা মনে আছে আরও ,
পূব দিকেতে সূর্য যখন দিচ্ছে হামাগুড়ি
ঢেঁকির পাড়ের শব্দ পাচ্ছে বুড়ি ।

কিংবা অনেকদিনের কথা শোনো
ঢেঁকির পাড়ের শব্দ শুনে বুড়ি ,
বললে এসে ওখানে শুয়ে আছে
আমার বিয়ের স্মৃতিচিহ্ন রঙিন কাঁচের চুড়ি ।

--------------------------------------------