-----------------------------------------------------------
পায়ে দলে চমকে উঠি তোমার অঙ্কিত ছবি ধূলিতে লুটায়
ঘুম ভাঙ্গতেই স্পষ্ট শুনি অতীতের সেই ছবি বলে কত কথা ,
তুমি নেই ,তোমার অঙ্কিত ছবি আজো শুনি ডাকিছে আমায়
সময় নিথর হল , হয়তো ভুলেছ তুমি শরীরের কতশত ব্যথা ।
বার বার চেয়ে দেখি যত ছবি চুপ করে রয়েছে দেয়ালে
তুমি তার মাঝে আজ কেন হয়ে গেছ-নীরব ,নিস্পন্দ নিথর ?
আজো সেই ছবি প্রেমের কত কথা নিভৃতে আমাকে শুধু বলে
এইখানে গৃহস্থালি পড়ে আছে ,তুমি ছাড়া আজ সে বিবর ।
এখন ধুলার মাঝে তোমার স্মৃতিটুকু অশ্রু যেন মোছে
কতদিনের কত শ্রম সেইখানে স্তব্ধ হয়ে আছে চিরতরে ,
তুমি নেই তাই বুঝি তোমার অঙ্কিত ছবি জীবন্ত হয়েছে
হাহাকার করে সব, স্মৃতিটুকু কেঁদে মরে হৃদয় কন্দরে ।
---------------------------------------------------------