--------------------------------------------------------
                   যা চাইবে তাড়াতাড়ি চেয়ে নাও
                         সে এখন কল্পতরু ,
            প্রেম অর্থ সব পাবে , মনোবাঞ্ছা পূর্ণ করে যাবে ।
        জলাভূমির মতো দেহে মনে আজ  তার জল জমে আছে ,
                   সুখ আনন্দের মন্ত্র সব আছে কাছে ।
     কিছুদিন পরে সেই কল্পতরু যেচে ডেকে আর দেবে না কিছু
               সৌরভ বিলিয়ে আর ভাসবে না রাত্রির বুকে ,
                   ব্যর্থ হয়ে ফিরে যাবে , তখন আকাশ
            তার লোলচর্মের শাখায় ফেলবে শুধু দীর্ঘশ্বাস ।

              তার চেয়ে এখনি চেয়ে নাও পথের সঞ্চয়
          মনোবাঞ্ছা পূর্ণ করে যে মন্ত্র  সে দেবে কানে কানে
         বুঝে নেবে দেহ ভোগ  অর্থ সুখ এ সব হয় না অক্ষয় ।
            ঝড়ের বুকে একদিন সব সুখ ফেলে যেতে হয় ।  

-------------------------------------------------------