---------------------------------------------------------
তোমার ভালোবাসা পাবো বলে মনে আর নেই ব্যাকুলতা
আগুনের বুকে শুয়ে পেয়েছি তারই বিশ্বাস ,
এইখানে যত সুখ ফেলে শুধু আজ দীর্ঘশ্বাস
কণ্টকাকীর্ণ পথে হেঁটে হেঁটে পেয়েছি সেই সফলতা ।
যারা কেবল সুখ চায় , তারা জানে না জীবনের মানে
অজস্র দুঃখের স্বাদ ঘুমায় এখানে যখন ,
কেন তবে সুখ চেয়ে মানুষের বৃথাই মরণ ?
দুঃখের মাঝেই সুখ শুয়ে আছে নিঃশব্দে এখানে ।
নারীর ভালোবাসা পেতে কেন জাগে মনে ব্যাকুলতা ?
ভালোবাসা নীরবে যখন নিজেই মাথা কুটে মরে
তাকে সিন্দূর লিপ্ত করবে কে এই চরাচরে ?
নিষ্ফল আক্রোশে বেদনার বুকে ম্লান হয় শুধু পবিত্রতা ।
ব্যাকুল হৃদয় যদি কেঁদে মরে ঈশ্বরের সাধনা ভিতরে
সেদিন ব্যাকুল প্রাণ সুখ আর ভালবাসা পাবে তো নিশ্চয় ,
যারা ভোগ সুখ চেয়ে পৃথিবীতে বার বার জন্ম নিয়ে মরে
তারাও বুঝতে পারে অন্তিম লগ্নে এপারেই সব ছেড়ে যেতে হয় ।
-------------------------------------------------------