--------------------------------------------------------
            সবুজ ঘাসের প্রেমে কতবার নিভৃতে একাকী
                 মদের নেশার মতো হয়েছি মাতাল ,
                    কবিতার প্রেমে রাতের গভীরে
                      ঘুমিয়েছি আমি কতকাল ।
                    নারীর সুন্দর প্রেমে দেহ কেন
                    কখনো আমার হয়নি শীতল ?
            দেখেছি দারিদ্র্য দেখে সেই প্রেম পালিয়েছে
                       ফোটেনি নারীর হৃদয়ে শতদল ।

                চাঁদের প্রেমে কতকাল মরে গেছি আমি
               দেখেছি চাঁদের আলো হৃদয় করেনি শীতল  ,
                মদের নেশার মতো মানুষের মাঝে শুয়ে
                দেখেছি মানুষের হৃদয় ফলেনি , বাসনা নিষ্ফল ।

-------------------------------------------------------