-------------------------------------------------------
কত বড় বুকের পাটা থাকলে পুরুষ নারীকে মা বলে ,
কত ব্রহ্মচর্য পালন করলে পুরুষ মিশে যায় আনন্দের
উজ্জ্বল আলোকে , অনেকেরই অজানা থেকে যায় ,
তাই দেহের ক্ষুধা পুরুষকে নিভৃতে কাঁদায় ।
কত বড় বুকের পাটা থাকলে উলঙ্গ নারীর দেহে
পুরুষ মা বলে পরাতে পারে পূজার বসন
জানে না আজো , তাই তাদের যৌবন হয়ে যায় ক্ষয় ,
চড়ুইয়ের মতো অসংখ্য সঙ্গমে হয়ে যায় নিঃশব্দে বিলয় ।
কত বড় বুকের পাটা থাকলে পুরুষ নারীকে মা বলে ,
বেদনাকে নিয়ে কত রাত জেগে সাধনার বুকে মরে গেলে
পুরুষ বলতে পারে , তুমি বসো মা অন্ধকারে এই তৃণাসনে ,
দেখাবো তোমাকে , অনন্ত সুন্দর ঘুমিয়ে রয়েছে দেহ মাঝখানে ।
--------------------------------------------------------