------------------------------------------------------
      সারা জীবনে আমি শুধু লিখে রেখে যাবো একটি কবিতা
                  সে কবিতাটি কেন লিখিনি এখনো ?
       আসলে তার আগে দেখে নিতে চাই এই উজ্জ্বল সবিতা
        কেমন রোদের মাঝেও লুকিয়ে সে কেঁদে যায় রোজ ।
     শুধু একটি কবিতার জন্য আজো আমি নির্বিষ সাপের মতো
         শুয়ে আছি , পেয়েছি বেদনার ঘ্রাণ অসুখের খোঁজ ।
                 সেই কবিতার জন্ম দেব বলে
                 পতিতালয়ে গিয়েছি কতবার ,
       বলেছি , মা তোদের দেহে নেই কোন ঘৃণার কালিমা
              সুখ শান্তি পবিত্রতা সবই যদি মনে
            কেন তোদের দেহে মনে  ব্যথার ম্লানিমা ?

        শুধু একটি কবিতার জন্যে আজো আমি শুয়ে আছি
                  অসীম আকাশের দিকে চেয়ে ।
         সেই কবিতা চিরকাল বেঁচে থেকে নিশ্ছিদ্র আঁধারে ,
মানুষকে বলবে শুধু , পৃথিবীতে আজো মানুষের হৃদয় বেঁচে আছে
        মানুষের শুভবুদ্ধি ডুবে আছে এইখানে শান্তি সরোবরে ।


-------------------------------------------------------