-----------------------------------------------------
           ভালোবাসা মূক হয়ে একদিন দূরে সরে যায়
              তখন যেসব সুন্দর দিনে ফুল ফুটেছিল
       সেইসব দিনরাত্রি শিশিরের ঘ্রাণ নিয়ে কোথায় ঘুমায় ?
           জানি না আমি ,তাই আজো সবুজ ঘাসের বুকে
                       কাঁদে ভালোবাসা ,
        জানি তবু ভালোবাসা মূক হলে জাগে নাতো আশা ।
                
      
                   সুলোচনা কলকল ধ্বনি হয়ে আসে
     আমি নেই ,আজ তাকে সবুজ ঘাসের বুকে কে ভালোবাসে ?
          তবু কেন বার বার ফিরে পেতে চাই সেইদিন ?
                সব বুঝে এই মন তবুও বোঝে না ,
         ভালোবাসা সৌরভ বিলিয়ে ভেসেছে সেদিন
              আজ দূরে মূক হয়ে আছে সুলোচনা ।

--------------------------------------------------------