---------------------------------------------------------
               তোমাকে যদি জিতে নিতাম একটি সন্ধ্যায়
       তাহলে ম্লান হত দুঃখের অভিঘাত  কবোষ্ণ দিনের মাঝে ।
কিংবা পাশা খেলায় যদি তোমাকে  জিতে নিতাম দ্রৌপদীর মতো
        তাহলে হয়তো বুভুক্ষু ভিখারির মতো ভালোবাসা যত
               স্থির হয়ে ডুবে যেত যমুনার জলে
       কিন্তু খোঁজ তোমার পাইনি এখনো অসীম অতলে ।
          
                আজো  কেঁদে মরে যৌবন আমার ,
               শুধু জিতে নিতে চায় হৃদয় তোমার ।
            তবু জানি ব্যর্থতা ঢাকিবে না হৃদয় আমার
                      ঢাকিবে না  চুম্বনের দাগ ।  
               যদি জিতে নিতাম হৃদয় ভালোই হত
          না জিতলেও মুছিবে না স্বাস্থ্যবান শত অনুরাগ ।।  

---------------------------------------------------------