-------------------------------------------------------
শোন খোকার বাপ
তোমার ঘাড়ে চাপ ,
মকর পরব এলে করি মনস্তাপ ।
নাকে তেল দিয়ে
শুয়ে আছো তুমি ,
কেমন করে পিঠে করবো এবার আমি ।
তাড়াতাড়ি যাও
কুমোরের বাড়ি ,
সেখান থেকে আনো
নতুন সরা হাঁড়ি ,
আমার জন্য কিনে
আনবে নতুন শাড়ী ।
গুড় ছাড়া পিঠে
হবে না তো মিঠে ,
কিছু নাই ঘরে করি মনস্তাপ ,
শোন খোকার বাপ ।
গঙ্গাজলের স্বামী
তাকেই পুরুষ মানি ,
তুমি টানাও শুধু
সংসারের ঘানি ।
তাড়াতাড়ি ঘুম
পাড়াবো সন্তানে ,
তারপরে পিঠে
পাকাবো দুজনে ।
শোন খোকার বাপ
তোমার ঘাড়ে চাপ ,
মকর পরব এলে করি মনস্তাপ ।
----------------------------------------------------