------------------------------------------------------------
             মনের চোখে পৃথিবীর দেখেছি তো সব ,
            দেখেছি চারপাশে সুন্দরের লীলা শুধু
             ঘাস প্রেম তার বুকে হয়েছে নীরব ।
          রক্ত মাংসের দেহ যা ছিল বেদনার বুকে
          তার গ্লানি মুছে গেছে মনের সেই চোখে ।
        মানুষের বুকে হেসে ওঠে শিশিরের জল আর ধান ,
          সেই চোখে দেখেছি শিশুর হাসির মতো প্রাণ
                      এইখানে কতদিন ।
                  তাই চর্মচক্ষু দিয়ে আর নয় ,
      পৃথিবীর বুকে দেখে যাবো হিংসার হয়েছে বিলয় ।

        মনের চোখে দেখি আমি অন্ধকার কেটে গেছে
       জীবন করছে খেলা ,সুখ শান্তি এসেছে সবার ,  
              তরবারি সব ভেঙ্গে গেছে কবে
               রোদ পড়ে গিয়েছে এবার ।

----------------------------------------------------------------------