-----------------------------------------------------------
অনেক রোদের বুকে মানুষ বেঁধেছিল এই খেলাঘর
হৃদয়ের মাঝে রেখেছিল বহু যত্নে সেদিনের চাঁদ ,
ভেবেছিল পড়ে যাবে রোদ ,মানুষ হবে তো মুখর
বিকেল এসে যাবে ,ভেঙ্গে যাবে বেদনার বাঁধ ।
আশা ছিল সংগোপনে , প্রেম ছিল ,সুখ ছিল মনে
কখনো ভাবে নি খেলাঘর ভেঙ্গে যাবে হবে মরুময় ,
কত স্বপ্ন দেখেছিল ,মানুষ খেলাঘরে , হৃদয়ে গোপনে
ভেবেছিল জীবনের সুখ শান্তি মনে কোন রাখবে না ভয় ।
দেখেছে মানুষ রোদের প্রখর তাপে জীবন আজো পুড়ে যায়,
খেলাঘর ভেঙ্গে যায় , বেদনার বুকে চিরকাল মানুষ ঘুমায় ।
------------------------------------------------------------------------------