--------------------------------------------------------
যদি না চাইলেও অনেক বেশি দাও ভালোবাসা
কে বুঝবে মূল্য তার ?
অনেক ভেবে দিতে হবে সব ,
তা নাহলে ঝড়ের সংকেতে শেষ হবে
হয়ে যেতে হবে যে নীরব ।
কতদিন অভিমান হৃদয়ের মাঝে থেকে যাবে ?
আগুন নিভে গেলে ছাই শুধু হাতে তুমি পাবে ।
------------------------------------------------------------