--------------------------------------------------------
               যখন ঘুমিয়ে থাকে বার্ধক্য আমার
ভাঙ্গা পেন্সিলের বাক্স ছেঁড়া জুতো আর সেদিনের মার্বেলের দেহে
    কেঁদে মরে আমার শৈশব ,অজান্তে মুখর হয় অতীতের দিন ।
                 যখন নিভৃতে থাকে বার্ধক্য আমার
          প্রেমিকার চিঠির অক্ষরে কাঁদে সেদিনের যৌবন রঙিন ।

                   কোথায় গিয়েছে সেইদিন ?
      এখন ফসল নেই মাঠে ,হাহাকার করে শূন্য মাঠ
              সেইখানে কাঁদে কেন বার্ধক্য আমার ?
                   কেন চায় ফসলের দিন ?
               জানি আমি সব স্মৃতি মুছে যায়
             হয়ে যায় গোধূলির আভায় বিলীন ।

-----------------------------------------------------------