------------------------------------------------------

          চিরুনি চুলের গুচ্ছ বাসি খবরের কাগজ
    এখন আর কথা বলে না দু একটি সোহাগের কথা ।
       শাসনের শব্দগুলি গুমরে মরে মনের গভীরে
        ভাঙ্গা আয়নায় , অথবা সব বুকের ভিতরে ।

     ছবি তার কথা বলে না , কথা বলে না উলের কাঁটাও
          একদিন যে ছবিটি ছিল  বুকের ভিতরে
             আজ সে লুকায় কোন-খানে ?
       উলের কাঁটাও আজ ছুটি নিয়ে ঘুমায় চিরতরে ।

             মনে হয় তাই পৃথিবীর সবই অসার
          মানুষের ছুটি হলে পড়ে থাকে শুধু শবাধার ।

  **************************************



  
**







**