-------------------------------------------------
                কৈশোরের রঙিন আলোতে
               যখন স্বপ্ন ঝরে চুম্বনের বুকে
      সেদিন প্রথম প্রেম  দেহ নিয়ে খেলতে এসে
                 ব্যর্থ হয়ে ফিরে গেছে ।
              সেদিন আমার বুকে ঢাকা ছিল
                রৌদ্র-তপ্ত দারিদ্র্য কঠোর ,
                দারিদ্র্যের নিষ্ঠুর কশাঘাতে
                   আমার প্রথম প্রেম
                  অনাদরে মরে গেছে ,
           কিছু না পেয়ে খালি হাতে ফিরে গেছে
                      দীর্ঘশ্বাস ফেলে ।

               এখনো দেখি বার্ধক্যের অন্ধকারে
                 সেই অনাদৃত প্রেমের মরণ ,
                বার বার সে আজো নিভৃতে কাঁদে
            বহুদিন আগে হয়ে গেছে তার নির্বাসন ।

--------------------------------------------------