--------------------*****---------------------------  
          মায়ার বন্ধন  খুলে চলে যেতে পারো কি ঈশ্বর ?
    জীবনে দুঃখের স্বাদ মৃত্যুর গাঢ় আলিঙ্গনে চিরকাল থেকে যায় ,            কিংবা দুর্জয় পণে পৃথিবীতে মৃত্যু হয় যদি
         কখন আর বলে যাবে প্রণয় পাশার খেলা শেষে ?

          বন্ধ দরজা, কিংবা দেখি পাহাড়ের মতন বিস্ময়ে
                  কোন এক নিবিড় সান্নিধ্য আছে
       অথবা মনের মাঝে থেকে গেছে রমণী রাত্রির পদতল ;
             তবুও বাতাস আজ নিয়ে আসে সুখ ও বেদনা
         মানুষ ঈশ্বর হয়,ঈশ্বরের বুকে কাঁদে রঙিন বাসনা ।

           তুমি কি নিজেও জানো হে ঈশ্বর করুণা-সাগর
            দুঃখের সমুদ্র বুকে কার মুখে ফুটেছিল হাসি
                      অমলিন বহ্নিশিখা নিয়ে ?
     উৎকর্ণ হয়েছে মানুষ  ,তুমিও মেখেছ গায়ে মৃত্যুর গোধূলি
    পৃথিবীর বুক থেকে পালাতে চেয়েছ মায়ার বন্ধন দ্বার খুলি ।

                 দুঃখ থেকে ঈশ্বরও মুক্তি কবে পায় ?
    শুধু মনে হয় ঈশ্বরের পূজা করে মানুষ মানুষকে ভুলে যায় ।

------------------------------------------------------------