----------------------------------------------------------
কবির কঙ্কাল কিছু কবিতাকে উলঙ্গ করেছে
সীমাহীন নগ্নতা বুকে আনে রক্তের প্লাবন ।
প্রেমহীন কুশ্রীতায় কবিতার সর্বাঙ্গ ঢেকেছে
ভাবের হয়েছে মৃত্যু,ভাব মানে অভাব এখন ।
কবিতাতো দেবী এক ,বুকে তার সুপ্ত আছে দয়া
কালো চুল কালো ফুল দেখিনি কি দখিনা বাতাসে ?
ধ্যানমগ্ন দেবী সেতো মূর্তিমতী যেন সে অভয়া
কিংবা ছিল কমলিনী ,আশাবরী ছিল সে আভাসে ।
আবরণে আভরণে মাতৃমূর্তি হয়েছে গণিকা
শব্দগুলি গুমরে কাঁদে ,ছন্দে আজ ফাটল ধরেছে ।
সতীর অসতীরূপে চাপা আজ গ্লানির করকা
কিংবা উলঙ্গ শ্যামা আধুনিকা নর্তকী হয়েছে ;
কবির কঙ্কাল কিছু কবিতাকে উলঙ্গ করেছে ।
------------------------------------------------------------