এবার পুজোয়  আমার মুখে নামেনি ভালোবাসা
               পোশাকেও কারো ছিল না দুটি চোখ
                    চুলে নেমে এসেছে  ভালোবাসা ,
      কালো জলপ্রপাত এক নেমেছিল কলকল করে পিঠে
                          অষ্টমীর রাতে ।
     বাবা ছোট্ট মেয়েকে রেগে একদিন বলেছিল ,    " অবাধ্য মেয়ে পায়রার ডানা  কেটেছিস কেন  ?  
          তারা তো উড়বে না আর পৌষের অতল আঁধারে  ।
           মেয়ে হয়ে চুল এত ছোট করেছিস কেন ?
        ডানা কাটা পায়রার মতো তুই কি যাবি না দূরে
             উড়বি না পৌষের অতল আঁধারে ?
              

    স্বামীকে ভালোবেসে তার সর্বাঙ্গ চুল দিয়ে ঢেকে দিবি তুই
                দেখবি একদিন স্বামী চুল ভালোবেসে
                  দেবে তোকে প্রেমের চুম্বন ।
         বাদামি জলপ্রপাত নয় , নয় ' বিদিশার নিশা '
              তোর চুল হয়ে যাবে অন্য অমানিশা ,
            সেই চুল ভালোবেসে পুরুষ হারাবে পথ
                  কালো চুল হয়ে যাবে ফুল
                 সযত্নে তুলে নেবে তারা । "

          আধুনিকা হবে বলে অনেকেই চুল ছোট করে
   মনে হয় তারা সৌন্দর্যকে কেটে দিয়ে লুকায় বিবরে ।
     তারা যাবে না বেশি দূরে  ডানা কাটা পায়রার মতো
      উড়বেনা  উড়বেনা আর পৌষের অতল আঁধারে  ।

-------------------------------------------------------------