-------------------------------------------------------
          বধির হয়েছে পুরুষ , অন্ধ হয়েছে সব নারী
               তারা যে সব সন্তানের জন্ম দিয়েছে
                  তারাও হয়েছে আজ অন্ধ  বধির ,
         মনে হয় পৃথিবী এখন লাল হয়ে মেখেছে রুধির ।
         তাদের কামনার জিহ্বা আগুনের শিখার মতো
                   লেলিহান হয়ে পুড়িয়েছে মন ,
                 কোথায় পাবে তারা সাধনার ধন ?
        তাদের সন্তান পৃথিবীতে এনেছে শুধু কুটিল মরণ
        শান্তির উন্মেষ ঘটবে না আসবে না সত্যের কিরণ ।

                  পৃথিবীর নাভিশ্বাস উঠেছে এখানে
            তমিস্রার মতো ঢেকেছে সব অস্ফুট বেদনায় ,
          রক্তাক্ত মানুষ কিছু মৃত্যুর স্বাদে মেতেছে ধরায় ।
           বধির হয়েছে পুরুষ , অন্ধ হয়েছে সব নারী
          তরবারি আর কখনো হবে না  মৃন্ময় তরবারি ।

            চুম্বনে মিশেছে বিষ জেগে আছে  কুটিল মরণ
         শান্তির উন্মেষ ঘটবে না আসবে না সত্যের কিরণ ।

---------------------------------------------------