-----------------------***-------------------------
             সেই যুবক আমার কাছে এনে দাও
               যে চোখেও দেখেনি কোন মেয়ে
            বসে আছে তৃণাসনে পাহাড়ের কোলে ,
                   তপস্যায় রয়েছে নিশ্চল ।
             আমি দেখে যাবো তার চওড়া বুক
      অনুবাদ করে নেব তার মনের মণিকোঠার ভাষা ,
                মাথায় রয়েছে তার কাঁটার মুকুট
       দেহে ছড়িয়ে আছে মানুষকে ভালোবাসার গন্ধ
               কামনা ঘুমায় তার জুগুপ্সার বুকে ।
          প্রকৃতি কন্যা মিরান্ডার মতো সেই যুবকের
                        আসার পথের দিকে
                 আমি চেয়ে আছি কতকাল ধরে ।

                    তার কোলে শয়নের লোভে
           আমিও দেহ ভুলে প্রকৃতি কন্যা হতে চাই ।
           সে আমাকে দেখাবে বুভুক্ষুর একটি আকাশ
                   প্রকৃতি কন্যার মতো শিখে নেব
  মানুষ কিভাবে মরে যায় , মরে যায়  কামনার বিষাক্ত বাতাস ।

-----------------------***-------------------------