ও মেয়ে তুই বুঝবি কবে প্রেমের মানে ?
ফিরবি ঘরে মিথ্যা প্রেমের ভাঁটার টানে ।
ভাসতে পারি আমিও তোকে পেতাম যদি
প্রেমের মানে কেবল জানে তোরসা নদী ।
ও মেয়ে তোর বোঝার মতো বয়স হলে
ভাসবি তুই সবই ফেলে নদীর জলে ।
এখন দেখি বলছে যারা প্রেমের কথা
জানবে কবে প্রেমের দেহে কেবল ব্যথা ?

ও মেয়ে আজ বলবো তোকে করবো আড়ি
প্রেমের মানে বুঝবি তুই ভাঙ্গলে বাড়ি ।

________