মরে যাচ্ছি দেখেও কেউ প্রার্থনা করবে না
আমার বেঁচে থাকার জন্য
বহুদিন নিভৃত-বাসে আছি
হিংসা ঘৃণা অসন্তোষ ক্রোধ উইপোকার মতো
নিভৃতেই নির্ভয়ে নির্মাণ করে গেছে
সেখানে আঁধার থেমে আছে ।
কাকে দিয়ে যাবো সেই অশুভ-শক্তি ?
কার কাছে যাবো ?
কেউ নেই সামনে পিছনে
অথচ এই আঁধারেও আমি এক ফালি চাঁদ দেখতে চেয়েছিলাম ।
বাঁচার আশ্বাস আর নির্ভরতা পেলে
সামান্য খড়কুটোর কাছেও খুলে দেবো
ধূলিমলিন পরনের এই অন্তর্বাস ।

---------------------------------