মানুষ যখন নিজের বড়াই অনেকখানি নিজেই করে
কুজ্ঝটিকা যখন তার পড়ছে ঝরে মনে ও ঘরে
আঁধার ঘনায় যখন তার বিবেক ঘুমায় বদ্ধ ঘরে
তখন আমি ঘুমিয়ে থাকি ।
মানুষ যখন দেহের ক্ষত জুড়ায় কেবল মিথ্যা বলে
চারপাশে তার আঁধার ঘনায় অজান্তে এক সুকৌশলে
যখন মরণ আসছে কাছে জানছে তবু মরছে ছলে
তখন আমি নীরব থাকি ।
মানুষ যখন মিথ্যা মায়ায় যাচ্ছে ডুবে অন্ধকারে
জরা ব্যাধি মৃত্যু জেনেও অহংকারই আঁকড়ে ধরে
চোখের জলেও জানায় মায়া এতদিনের এ সংসারে
তখন আমি জাগতে থাকি
তরবারি খাপেই রাখি ।
———————————————