আমার ব্যথা কি বুঝতে পেরেছো তুমি ?
কেন ডুব দাও পুকুরের ঘোলাজলে?
যেখানই যাও সেখানেই মরুভূমি
সাড়া দিও নাকো মিছে সেই কোলাহলে ।

কোলাহল মেয়ে চারপাশে কোলাহল
পৃথিবীর বুকে রস নেই বুঝি আজ ,
যেখানে  লুকোবে সেখানেই বেনোজল
ফিরে এসো মেয়ে খুলে দাও ঐ সাজ।

তুমি পারবে না পার হতে নদীজল
মিশে গেছে  তাতে পুরুষের হলাহল ।

========================