কোন সুখী মানুষ সব সুখ ছেড়ে
অঘ্রানের অন্ধকারে মিশে গেলে
আমরা সেটাই তীব্র বৈরাগ্য বলি।
যেমন সিদ্ধার্থ রাজ সুখভোগ ছেড়ে
অঘ্রানের অন্ধকারে মিশে বুঝেছিলেন
কামনার বিনাশে দুঃখের বিনাশ এবং নির্বাণপ্রাপ্তি।
কার্তিকের জ্যোৎস্না হাত নেড়ে ডাকলেও
তখন সে সাড়া দেয় না।
যা সে খেলাঘর ভেবে ভেঙ্গে চলে যায়
আমরা সেটাই সংসার ভেবে
কাটাকুটি আর কানামাছি খেলি
আর মনে করি
বেশ ভালো আছি।
_________