মেয়েটির হাত সেদিনের সেই রাতে
লিখে দিয়েছিল এই বুকে তার নাম
এখনো শীতের রাত নামে একা ঘরে
ভরে দেয় বুক মেটায় মনস্কাম ।

কাঁপছিল তারা রাতই সাক্ষী তার
শূণ্যতা ছিল গোধূলির বালুকায়
কান্না ছিল না চোখের কাজলে লেগে
প্রেম তবু ছিল উদগত জ্যোৎস্নায় ।

একা ছিল মেয়ে বলেনি তবুও কথা
রাতই জেনেছে হৃদয়ের কিছু দাগ
গোপনে গভীরে রেখে গেছে সেই মেয়ে
হৃদয়ের ক্ষত আর যত অনুরাগ ।

প্রেম কী শুধুই ওড়ায় ক্ষতের ধুলো ?
রাতের গভীরে ওড়ে তার চুলগুলো ।

----------------------------