দেওয়ার অনেক কিছু ছিল
ঘাম রক্ত ভালোবাসা কিংবা ডাল ভাত
কিছুই পারিনি দিতে তোমাদের
করাতেই কাটা গেছে হাত ।
তবু বলি ভালোবাসি মানুষের
যত আছে বেদনার ক্ষত
আমার শরীর ছুঁয়ে ঘুমায় যে রাত
সেও ঠিক প্রেমিকার মত ।
ফোটাতে চেয়েছি ফুল
পারিনি ফোটাতে অকস্মাৎ
অপরাধ ক্ষমা করো
করাতেই কাটা গেছে হাত ।

**************************