যোনি লিঙ্গ নিতম্বের মায়াজাল ছিঁড়ে
যে মানুষ সকাল দেখেছে
সে কী আর বিস্ফারিত স্তনের আঘাতে
অন্ধকার চায় কোনদিন ?
সে জানে এর চেয়ে বেশি অন্ধকার
যেখানে ছড়িয়ে আছে রক্ত মাংস
দেহের কোমলতা ভ্রান্তিও অপার ।
নেশাগ্রস্ত চাঁদ নামে অকস্মাৎ তারই শিরায়
মুছে যায় বিন্দু বিন্দু রক্ত তার
শিশিরকণার মতো সূর্যের কিরণে ।
তবু সে পথ হাঁটে একা
কারণ সে দেখেছে সকাল
তারই পড়েছে চোখে রক্তের উল্লাস নিয়ে
উদ্ভ্রান্ত বিবেক ও নগরী
রমণক্লান্ত লিঙ্গের দুর্দশা দেখে ফিক করে
হেসে ওঠে আড়ালে ঈশ্বরী ।
——————————————————————