মুখে যদি এত হাসি
এত যদি হাস্যোজ্জ্বল মুখ
জন্মলগ্নে কেন কেঁদেছিলে?
ওগো শিশু তোমার হাসিটি দাও
আমি দেব পার্থিব বৈভব।
জন্মলগ্নের কান্না দিগন্তবিসারী হয়ে
জীবনের মাধুর্য্য নির্যাসে মিশিয়ে দিয়েছে
এক ফোঁটা বিষ।
পৃথিবীতে কান্না শুনি রোজ
হাসতে ভুলে গেছে জীব
ডুবে গেছে জীবনের মায়াবী আঁধারে।
তোমার সেই হাস্যোজ্জ্বল মুখ
নীল হয়ে গেছে কবে বেদনার বিষে
অশ্রুর বন্যায় চারপাশে ভাসমান শব
শোকোচ্ছ্বাসে হাসিটিও হয়েছে নীরব।
হাসির অমিয় দাও
আমি দেব পার্থিব বৈভব।
_________________