ভালোবাসা দিয়ে আর খুঁজে
দূরে সরে গেছি ।আকাশের চাঁদ
ফেলেছি ছিঁড়ে প্রবল আক্রোশে
এবার উপেক্ষা করো , দেখি সরলতা
হৃদয়ের অনেক গভীরে যে প্রেম মিশে আছে
খুঁজে নেব তার শীতলতা ।
ঘৃণা আর উপেক্ষার কঠিন পাথরে
করো শুধু প্রবল আঘাত ,
ছিঁড়ে যাক মোহটুকু
দেখা দেবে উজ্জ্বল প্রভাত ।
প্রেম যদি দিতে পারো
কখনো চেয়ো না তাকে আর ,
বরং অনেক ভালো উপেক্ষার নষ্টনীড়
দূরত্বের নিষ্ঠুর প্রহার ।
-------------------------------------