চুলে কোন মেঘ নেই, তবু চুলগুলি মেঘ মনে হয়
আমার মুখের ভিতরে মেয়েটির সব চুল ভাসে
কখন কিভাবে যেন ঢুকে পড়ে
সেই গ্রাম শহরের বুকের ভিতরে।
আমি তার চুলে দেখি আমার যৌবন
ঝিঁঝি ডাকা বৈশাখের বিষণ্ণ দুপুর ,
আমার যৌবন গেছে চলে
তবু সেই চুলে বেজে ওঠে পিপাসিত যৌবনের সুর।
------