বৃষ্টি নেই, বহুদিন হলো বৃষ্টি নেই
পৃথিবীর ধুলিকণা উন্মুখ হয়ে আছে
তবু বৃষ্টি নেই কেন?
বর্ষা আসে বর্ষা চলে যায়
এক বিন্দু বৃষ্টির আছিলায়
মেঘ জমা হয়
তবু বৃষ্টি হতে দেখি না কখনো
মানুষের বুকের ভিতরে।
বৃষ্টি পড়লে পাতা নড়তো
বুক নড়তো
নড়ে যেত নির্মানব পৃথিবীর বুক
ধুয়ে যেত মনের অসুখ।
এরপরে মানুষের দেহে মনে বৃষ্টি নেমে আসুক।